বিমানবাহিনীর ৪৭ জন কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আদালত একজনের ক্ষেত্রে আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন। একইসঙ্গে তাকে আগের মতোই ভাতা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। বিমান বাহিনীর বেসরকারি কর্মচারী মো. শামসুল আলমের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।
পরে তৌফিক ইনাম টিপু জানান, বিমান বাহিনীর ৪৭ জন কর্মকর্তা-কর্মচারির মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গত ৭ জুন প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং তাদের ভাতা প্রদানও বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে ২৭ জুলাই পৃথক বিজ্ঞপ্তি দিয়ে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের আহ্বান জানানো হয়। এ অবস্থায় ওই দুটি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে মো. শামসুল আলম রিট করেন।
Discussion about this post