বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং বিমানবাহিনীর কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল রবিবার আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত এ আদেশ দেন। আগামী বছরের ২৯ জুলাই পর্যন্ত এ স্থিতাবস্থা জারি করে মন্ত্রণালয়ের করা আবেদনের ওপর ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। দুই বাহিনীর ১০৫ জনের মধ্যে একজন বিমানবাহিনীর বেসামরিক কর্মচারী এবং বাকিরা বিজিবি সদস্য।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস ও তুষার কান্তি রায়। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আবদুল কাইয়ূম। আইনজীবী মো. আবদুল কাইয়ূম বলেন, এ আদেশের মধ্য দিয়ে প্রকারান্তরে হাইকোর্টের আদেশটিই বহাল থাকছে।
১ হাজার ১৩৪ বিজিবি সদস্যের গত ৭ জুন গেজেট বাতিল করে সরকার। একই দিন বিমানবাহিনীর ৪৭ কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর বিরুদ্ধে পৃথক রিট আবেদন করেন সংক্ষুব্ধরা। তখন হাইকোর্ট প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ জারি করে ভাতা দিতে নির্দেশ দেন। এর বিরুদ্ধেই মন্ত্রণালয় আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।
Discussion about this post