১৯৭১ সাল বরিশাল জেলার গৌরনদী থানার সাকোকাঠী গ্ৰামের এক দামাল ছেলে আব্দুল হক। যিনি চাকুরী নিয়েছিলেন সেনাবাহিনীতে। ছিলেন পাকিস্তানে। মার্চের শুরুতে ছুটিতে এসে আর ফিরে যাননি। বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে ঝাপিয়ে পড়েছিলেন বাংলাকে মুক্ত করতে। এই বীর সেনানী যুদ্ধ করেছেন ৯নং সেক্টরে। পালন করেছেন ৯নং সেক্টরের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব। যুদ্ধে পিছপা না হয়ে গুলি খেয়েছেন। সঙ্গীদের জীবন রক্ষা করেছেন। বঙ্গবন্ধুর সরকার তাকে বীরত্বপূর্ণ অবদানের জন্য দিয়েছেন বীরবিক্রম উপাধি।
বয়সের ভারে আব্দুল হক বীরবিক্রম আজ নুহ্য। ফিরেছেন গ্ৰামের বাড়িতে। বড় মায়া তার গ্ৰামের জন্য। সর্বজন সম্মানিত ব্যাক্তিকে তার ই রক্তের পরিশ্রমের টাকায় মানুষ করা বড় ভাইয়ের সন্তান আনিস মোল্লা পুলিশ কনস্টেবল মিজানুর মোল্লা ও তাদের কতিপয় আত্মীয় ভিটা জমি জমা উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন সময়ে প্রশাসনের দারস্থ হয়েও পাননি ন্যায় বিচার। সকল মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সরকারের নিকট এই দুবৃত্ত দের কবল হতে। বরিশালের গৌরনদী থানার তথা দেশের শ্রেষ্ঠ সন্তান দের একজন আব্দুল হক বীরবিক্রম এর পৈতৃক ভিটা বিষয় সম্পত্তি রক্ষার আকুল আবেদন জানাই।
Discussion about this post