পাবনার বীর মু্ক্তিযোদ্ধা মো. ইলিয়াস (৬৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মারা যান তিনি। তিনি পাবনার দিলালপুর এলাকার চিকিৎসক ইসহাকের ছেলে। নিহতের বড় ভাই জেলা মুজিববাহিনীর প্রধান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, মেজো ভাই বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত।
মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. হাসনাত জাহান, ২ ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জেলা জাসদের সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাবনা শহরের দিলালপুর এলাকায় বসবাস করে আসছিলেন মো. ইলিয়াস। তিনি ১৯৬৯ সালে পাবনা জেলা স্কুল থেকে এসএসসি পাশ করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ব্যবসায় মনযোগ দেন।
তিনি আরো জানান, ইলিয়াস মুজিববাহিনীর অন্যতম সদস্য ছিলেন। চলতি মাসের প্রথম দিকে স্যাম্পল দিলে করোনাভাইরাস শনাক্ত হলে বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ দিন চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে পাবনার সাধারণ জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাবনার রাজনৈতিক, সামাজিক ও মু্ক্তিযোদ্ধা সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
এ জেলায় ২২৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মৃত্যুবরণ করেছেন ১৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১ হাজার ৮৪৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২০ জন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ২১৬ জন। মাত্র তিন দিনেই আক্রান্ত ১৫৫ জন।
Discussion about this post