দৈনিকবার্তা-ঢাকা, ১৬ ডিসেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মহান বিজয় দিবসের শুভেচ্ছা হিসেবে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে ফুল-ফল ও মিষ্টি পাঠিয়েছেন৷ প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শিখর ও উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত পরিবারগুলোর কাছে এসব উপহার সামগ্রী নিয়ে যান৷
শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ প্রতিটি জাতীয় ও ধমর্ীয় উত্সবে তাদের খোঁজ-খবর নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷তারা মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য ৮৪ ফ্ল্যাট বিশিষ্ট একটি বহুতল বাণিজ্যিক-কাম-আবাসিক ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান৷
মঙ্গলবার মহান বিজয় দিবস৷ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয়মান সশ্রস্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়াদর্ী উদ্যানে) হানাদার পাকিসত্মানী বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে৷ বিশ্বের মানচিত্রে অভু্যদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের৷যে অস্ত্র দিয়ে বর্বর পাকবাহিনী দীর্ঘ নয় মাস ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে, দু’লাখ মা-বোনের সম্বম কেড়ে নিয়েছে সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে এক রাশ হতাশা এবং অপমানের গস্ন্লানি নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয়৷ সেই থেকে ১৬ ডিসেম্বর জাতির বিজয় দিবস পালিত হয়ে আসছে৷ এ দিনটি হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস৷ বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিবস৷
বিজয় দিবসে সাধারণ ছুটির দিনে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উড়ছে৷ প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো সাজানো হয়েছে জাতীয় পতাকা ও রং-বেরংয়ের পতাকায়৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় রাতে আলোকসজ্জাও হবে৷এ দিনের তাত্পর্য তুলে ধরে সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র৷ বেতার ও টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে৷