দৈনিকবার্তা-গাজীপুর, ০৮ আগস্ট ২০১৫: প্রফেসর ড. মুনতাসীর মামুন বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশের অভিযাত্রাকে রুদ্ধ করে পাকিস্তানের আদলে একটি সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অপচেষ্টার ক্ষেত্রে আলবদর, আলশামস, রাজাকার বাহিনী ছিল মূল কারিগর। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন দখলদার বাহিনীর তুলনায় তাদের দালাল আলবদর, আলশামস, রাজাকার বাহিনী মানবতা বিরোধী অপরাধ সংঘটনের ক্ষেত্রে অনেক বেশী অগ্রণী ভূমিকা পালন করেছে। গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ ও অন্যান্য মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে তারা নিজেরা যেমন যুক্ত ছিল তেমনি এ সকল অপরাধ কর্মকান্ডে লিপ্ত হওয়ার ক্ষেত্রে তারা দখলদার বাহিনীকে সহযোগিতা করতো। দেশীয় এ সকল বাহিনী এবং তাদের রাজনৈতিক সংগঠন বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে এ দেশকে মেধাশূণ্য করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল।শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার ১২তম দিনে বক্তব্য দিতে গিয়ে প্রফেসর ড. মুনতাসীর মামুন ওইসব কথা বলেন। গাজীপুরের বোর্ডবাজারস্থিত বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
Discussion about this post