দৈনিকবার্তা-গাজীপুর, ১৪ আগস্ট, ২০১৫: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ৭১’র মুক্তিযুদ্ধ ছিল বাঙ্গালীর জাতীয় মুক্তির দীর্ঘ আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্ব। এদেশের ছাত্র-ছাত্রী, কৃষক-শ্রমিকসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এটি জনযুদ্ধে রুপ নিয়েছিল। তাই আমাদের স্বাধীনতা কোন বিশেষ বাহিনীর নয়, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের জনগণেরই অর্জন।শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক কলেজ শিক্ষকদের ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার ৪র্থ দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দিতে গিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম ওইসব কথা বলেন। এছাড়াও একই দিনের ২য় বক্তা রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বক্তব্য রাখেন। গাজীপুরের বোর্ডবাজারস্থিত বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
Discussion about this post