দলীয় লোকদের হামলায় গুরুতর আহত ঝিনাইদহের শৈলকূপার আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) জাহাঙ্গীর আলম মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী যে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, সেটি তাকে জানিয়েছেন।”
গত মাসে মারধরে আহত হওয়ার পর রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তার আহমেদ। প্রধানমন্ত্রীর এপিএস জাহাঙ্গীর আলম হাসপাতালে এই মুক্তিযোদ্ধাকে দেখতে গিয়ে তার হাতে এক লাখ টাকার একটি চেকও তুলে দেন বলে জানান উপ প্রেস সচিব আশরাফুল খোকন। সম্প্রতি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের উপর হামলার একটি ভিডিও ইন্টারনেটে ‘ভাইরাল’ হয়।
গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তারের ওপর ওই হামলা হয়, যার ভিডিও ‘ভাইরাল’ হওয়ার পর এ নিয়ে দৈনিকবার্তায় একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। হামলায় জড়িতরা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি এবং শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোনা সিকদারের অনুসারী বলে আক্রান্ত ব্যক্তির স্বজনরা দৈনিকবার্তাকে জানিয়েছেন।
Discussion about this post