মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে স্থাপিত নতুন ভবনে ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শিরোনামে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।এছাড়া মিরপুরে অবস্থিত জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠেও থাকছে মুক্তিযুদ্ধ জাদুঘরের তিনদিনের আয়োজন।শুক্রবার জাদুঘর ভবনে সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী।তিনি বলেন, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হবে সমাপনী পর্ব।প্রতিদিন বিকাল ৩টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত। তবে ১৬ ডিসেম্বর সকালে শিশুকিশোরদের জন্য থাকবে আনন্দানুষ্ঠান। এছাড়া ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসেও থাকবে বিশেষ আয়োজন।সংবাদ সম্মেলনে জানানো হয়, মিরপুর ১০ নম্বরে অবস্থিত জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ এ তিনদিনব্যাপী আয়োজনে ২৭টি সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন পরিবেশনায় অংশ নেবে।
এছাড়া ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে প্রথম দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সপ্তাহব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, পথনাটক, সারিগান, বাউল গান, সঙযাত্রা, লোকগীতি, নৃত্য-নাট্য, রাসযাত্রা, উল্টাগীত, কবিগান ও যাত্রাপালা পরিবেশন করবে।এই অনুষ্ঠানে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও ছয়টি নৃত্যদল, সাতটি সঙ্গীত সংগঠন, আটটি নাটকের দল, ছয়টি আবৃত্তি সংগঠন, পাঁচটি শিশুকিশোর সংগঠন অংশ নেবে বলেও জানান তারিক আলী।মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্য মুফিদুল হক ও সরওয়ার আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।১৯৯৬ সালে সেগুনবাগিচায় ভাড়াবাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রা শুরু। গত কয়েক বছরের প্রচেষ্টায় আগারগাঁওয়ে প্রায় এক একর জমির ওপর নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের দৃষ্টিনন্দন কমপ্লেক্স। গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুতল বিশিষ্ট এই জাদুঘরের উদ্বোধন করেন।