দৈনিক বার্তা : মনির- ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক সিনেমা৷ আর এসব সিনেমা দেখে উজ্জীবিত হচ্ছে নতুন প্রজন্ম৷ তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে স্কুল পর্যায়ে এধরণের আয়োজনের দাবী সুশিল সমাজের৷ বিদেশী সংস্কৃতির আগ্রাসনে কোনঠাসা দেশীয় সংস্কৃতি৷ তাই দেশীয় চলচ্চিত্র তথা সাংস্কৃতির সাথে নিবিড়ভাবে পরিচিত হতে পারছেনা শিশুরা৷ ফলে নতুন প্রজন্ম চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হতে পারছেনা৷ মুক্তিযুদ্ধ দেখেনি শিশুরা৷ তাই যুদ্ধকালীন বিভিষিকাময় অবস্থা সম্পর্কে তাদের ধারণা কম৷ কিন্তু চলচ্চিত্র উত্সবে এসে মুক্তিযুদ্ধের সিনেমা দেখে সেই সময়কার অবস্থা জানতে পারছে নতুন প্রজন্ম৷
দর্শনাথর্ী কয়েকজন শিশুর দাবী চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত মুক্তিযুদ্ধের সিনেমায় মুক্তিযুদ্ধকালে শিশুদের ভুমিকা দেখে দেশের জন্যে যে কোন প্রয়োজনে ভুমিকা রাখতে আগ্রহী হচ্ছে তারা (শিশুরা)৷ সাংস্কৃতিক কমর্ী চাঁদের হাট (শিশু সংগঠন) ফরিদপুর জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন তিতু বলেন, দেশ থেকে মৌলবাদ ও সামপ্রদায়িকতা দুর করতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে৷ এ ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখে চলচ্চিত্র৷ তাই স্কুল পর্যায়ে এধরণের আয়োজন করা দরকার৷ অপরদিকে তথ্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন বললেন, জঙ্গীবাদ ও কুপমুন্ডুকতা রুখতে জণগনকে সচেতন করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উত্সবের৷ উত্সবে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের পাশাপাশি বিনোদন ধমর্ী চলচ্চিত্রও প্রদর্শন করা হচ্ছে৷ সচেতন মহলের মতে, এ ধরণের ব্যপক আয়োজনই পারে সমাজ থেকে সন্ত্রাস, মৌলবাদ দুর করে আলোর পথে অগ্রসর করতে৷