মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মশাল মিছিল হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসবের দ্বিতীয় দিন আজ। এই মশাল মিছিলে অংশগ্রহণকারীরা জানান, পাকিস্তানের প্রেতাত্মারা আজও সক্রিয়। বাংলাদেশ বিরোধী কোন শক্তি যেনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান তারা। গত বছর থেকে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন শুরু হয়। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্যও প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকের মিছিল থেকেও ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের এবারের উৎসবের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে নেয়া- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’। শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব কেন্দ্রীয় শহীদ মিনার ও ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে একযোগে চলছে। ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় নানা সাংস্কৃতিক আয়োজন থাকছে উৎসবে।